আগরতলা।।যে কোনো দেশ বা রাজ্যের অর্থনীতি শিল্পের উপর অনেকটা নির্ভর। সবাইকে সরকারি চাকরি দেওয়া সম্ভব নয়। শিল্প কারখানা কর্মসংস্থান ও জি এস ডি পি বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে। ত্রিপুরা ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথাগুলি বলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

মঙ্গলবার বোধজনং নগর গ্রোথ সেন্টারে ত্রিপুরা ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআইডিসির চেয়ারম্যান নবাদল বনিক সহ ত্রিপুরা ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের কার্যকর্তারা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী অর্থনীতির বিকাশে শিল্পের গুরুত্ব যেমন তুলে ধরেন তেমনি রক্তদানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেন।

মন্ত্রী বলেন, কোনো শিবিরে ১০ জনও যদি রক্ত দান করেন সেটাও গুরুত্বপূর্ণ । মানব সেবাই হচ্ছে বড় বিষয়। তিনি রক্তদাতাদের সঙ্গে কথা বলে তাদের উৎসাহ যোগান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *