আগরতলা: ইন্ডিয়ান মেডিকেল এসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখার দুই দিনব্যাপী রাজ্য সম্মেলন শুরু হবে ৮ ফেব্রুয়ারি। সংগঠনের ত্রিপুরা রাজ্য শাখার ৫৫ তম বার্ষিক সম্মেলন ট্রিম্যাকন অনুষ্ঠিত হবে রাজধানীর জগন্নাথ বাড়ি রোড আইএমএ হাউসে।৮ ফেব্রুয়ারী রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহার উপস্থিতিতে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এই অনুষ্ঠানে রাজ্যের আট জন বরিষ্ঠ চিকিৎসককে রাজ্যবাসীর সেবা করার জন্য সম্মান প্রদান করা হবে। এছাড়া রাজ্যের বরিষ্ঠ ও নতুন চিকিৎসকদের মধ্যে শিক্ষা ও বিজ্ঞান চর্চার প্রতি উৎসাহ প্রদানের জন্য সম্মান প্রদান করা হবে। বুধবার সাংবাদিক সম্মেলনে একথা জানান আই এম এ রাজ্য শাখার কর্মকর্তারা।দুই দিন সকাল থেকে বিকাল পর্যন্ত ডা: এইচ, এস, রায় চৌধুরী মেমোরিয়াল হল এবং ডাঃ মৃণাল কান্তি ভৌমিক মেমোরিয়াল হলে রাজ্যের স্নাতকোত্তর ছাত্র এবং ডাক্তারদের বৈজ্ঞানিক কাজের পাশাপাশি বিভিন্ন বৈজ্ঞানিক আপডেট এবং রোগীর সুবিধা নিয়ে সমগ্র রাজ্যের আইএমএ সদস্যদের প্রতিনিধিদের মধ্যে সক্রিয়ভাবে আলোচনা করা হবে এবং আলোচনায় অংশ নিতে বিভিন্ন রাজ্যের ডাক্তারাও থাকছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *