আগরতলা : শীতের মরশুমে অসহায় ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে ১৫ নম্বর ও ১৭ নম্বর ওয়ার্ডের যৌথ উদ্যোগে মঙ্গলবার এক বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে এলাকার দরিদ্র ও প্রয়োজনীয় মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। পাশাপাশি উপস্থিত ছিলেন রামনগর মণ্ডলের সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্য জনপ্রতিনিধি ও দলীয় কার্যকর্তারা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো পুর নিগম ও জনপ্রতিনিধিদের অন্যতম দায়িত্ব। শীতের সময় এ ধরনের মানবিক উদ্যোগ সাধারণ মানুষের উপকারে আসে এবং সামাজিক সহমর্মিতাকে আরও শক্তিশালী করে।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শীতের সময় বস্ত্র বিতরণের মতো কর্মসূচি প্রান্তিক মানুষের কাছে বড় সহায়তা হয়ে দাঁড়ায়।
