আগরতলা।।শারদোৎসব শান্তিপূর্ণভাবে কাটলেও কিছু কিছু অনাকাঙ্খিত ঘটনাও ঘটছে। এই সমস্ত ঘটনায় মামলা হয় বিভিন্ন থানায়। এর মধ্যে বিভিন্ন মামলার প্রেক্ষিতে ১৩ জন আসামিকে গ্রেফতার করে পশ্চিম আগরতলা থানার পুলিশ।
শহরের বিভিন্ন জায়গা থেকে তাদের এত করা হয়। তাদের মধ্যে কাওকে পুলিশ রিমান্ডে আনা হয়েছে। কাওকে রবিবার আদালতে তোলা হয়। ধৃতদের জোর জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে। পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। এই সমস্ত দুষ্কৃতীদের কারণে অনেকের কাছেই পুজো এক আতঙ্কর কারণ হয়ে উঠে।
অথচ প্রশাসনের তরফে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সব ধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। সাধারণ মানুষ দুষ্কৃতীদের কঠোর শাস্তি চাইছেন। যেন উৎসবের দিনগুলিতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে।