আগরতলা : “সুস্থ নারী সশক্ত পরিবার অভিযান” উপলক্ষে আজ একটি মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় আগরতলা পুরনিগম ইউপিএইচসি-তে। মুখ্য স্বাস্থ্য অধিকারিক কার্যালয়ের অধীনে অনুষ্ঠিত এই শিবির পরিদর্শন করেন ড. সুশীল বিমল, ডেপুটি কমিশনার, এনইউএইচএম (NUHM), ভারত সরকার। এদিন রাজ্য ও দপ্তরের বিভিন্ন পদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।শিবিরে বিনামূল্যে একাধিক স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হয়।
এর মধ্যে উল্লেখযোগ্য হলো – ১. বিশেষজ্ঞ পরিষেবা (মেডিসিন, স্ত্রীরোগ ও প্রসূতি, শিশু বিশেষজ্ঞ) ২. আয়ুষ পরিষেবা (আয়ুর্বেদ ও হোমিওপ্যাথি) ৩. দাঁতের চিকিৎসা৪. চোখের স্ক্রিনিং ৫. অ-সংক্রামক রোগ (NCD) স্ক্রিনিং ৬. গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা (ANC) ও এমসিপি কার্ড বিতরণ ৭. নিক্ষয় (NIKSHAY) আইডি তৈরি ৮. আভা (ABHA) কার্ড জেনারেশন ৯. ল্যাবরেটরি পরিষেবা১০. ওষুধ বিতরণ ইত্যাদি।জনসাধারণের স্বাস্থ্যসেবার লক্ষ্যে আয়োজিত এই শিবিরে ২০০-রও বেশি মানুষ স্বাস্থ্যপরিসেবা গ্রহণ করেন।