আগরতলা: আই জি এম হাসপাতালের জন ঔষধি কেন্দ্র ঘুরে দেখলেন সাংসদ রাজীব ভট্টাচার্য।শুক্রবার জন ঔষধি দিবস উপলক্ষে রাজ্যসভার সাংসদ রাজিব ভট্টাচার্য্য রাজধানীর আইজিএম হাসপাতালে গিয়ে জনঔষধি কেন্দ্র ঘুরে দেখেন। বলেন, সুবিধাভোগী এবং কেন্দ্রের কর্মীদের সাথে।
রাজীব বাবু বলেন, জন ঔষধি কেন্দ্র থেকে দেশের গরীব অংশের মানুষ সহজলভ্যে ঔষধ ক্রয় করতে পারছে। ২০১৪ সালের আগে এই জন ঔষধি ব্যবস্থা চালু থাকলেও বর্তমানে পরিষেবার গুণ গত মান অনেক বেশি বাড়ানো হয়েছে। ২০১৪ সাল থেকে এখনো পর্যন্ত দেশের ৭৬৮ টি জেলার মধ্যে ১৫ হাজার জন ঔষধি কেন্দ্র স্থাপন করা হয়েছে।
যার মাধ্যমে গরীব অংশের মানুষ উপকৃত হচ্ছে। ত্রিপুরার মধ্যেও আইজিএম হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালে এই পরিষেবা চালু রয়েছে।এতে উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ হাসপাতালে এসে।