আগরতলা: দপ্তরের বিভিন্ন প্রকল্পের রুপায়ন নিয়ে সচেতনতা মূলক কর্মশালা। মঙ্গলবার পশ্চিম জেলা ভিত্তিক কর্মশালা হয় সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে।
আগরতলার প্রজ্ঞা ভবনে হয় এই কর্মশালা। কর্মশালার উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সহ সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্যরা।
মন্ত্রী টিঙ্কু রায় জানান বেনিফিশিয়ারিরা যাতে সঠিকভাবে সুযোগ-সুবিধা পেতে পারে তার জন্য এদিনের কর্মশালার আয়োজন করা হয়েছে। এই কর্মশালার মধ্য দিয়ে পঞ্চায়েতের জনপ্রতিনিধি এবং কর্পোরেটরদের বিভিন্ন প্রকল্পের বিষয়ে অবগত করা হবে।যাতে করে আগামী দিনে প্রকল্প রুপায়ন সুচারু ভাবে হয়।