আগরতলা : সড়ক দুর্ঘটনায় মৃত্যু শূন্য মাস করার লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার থেকে একমাস ব্যাপী সচেতনামূলক কর্মসূচি গ্রহণ করেছে রাজ্যের পরিবহন দপ্তর। এই কর্মসূচির অঙ্গ হিসেবে এদিন আগরতলার আমতলী এলাকায় বিশেষ সচেতনতা অভিযান পরিচালনা করা হয়।

এদিন পথ চলতি সাধারণ মানুষ, বিশেষ করে দুই চাকার যান চালকদের মধ্যে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে অভিনব উদ্যোগ নেওয়া হয়। যেসব বাইক চালক হেলমেট পরিধান করেননি, তাঁদের বিনামূল্যে হেলমেট দিয়ে সাহায্য করা হয়। অন্যদিকে, যারা নিয়ম মেনে হেলমেট পরিধান করে চলাচল করছিলেন, তাঁদের চকলেট দিয়ে উৎসাহিত করা হয়। পরিবহন দপ্তরের আধিকারিকরা জানান, শাস্তিমূলক ব্যবস্থার পাশাপাশি সচেতনতা বৃদ্ধিই এই কর্মসূচির মূল লক্ষ্য।

সাধারণ মানুষকে সড়ক নিরাপত্তা বিধি মেনে চলতে উদ্বুদ্ধ করতেই এই ধরনের মানবিক ও ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবহন দপ্তরের পক্ষ থেকে আরও জানানো হয়, আগামী এক মাস রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় এ ধরনের সচেতনতা কর্মসূচি অব্যাহত থাকবে। এর মাধ্যমে সড়ক দুর্ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে বলে আশাবাদী দপ্তর।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *