আগরতলা: শুকর পালন এবং রোগ থেকে রক্ষা করা নিয়ে রাজ্যভিত্তিক কর্মশালা হয় আগরতলায়। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে মঙ্গলবার একদিনের কর্মসশালা হয় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। কর্মশালায় আলোচনার মূল বিষয় কিভাবে শুকরকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করা যায়। উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা।
মন্ত্রী সুধাংশু দাস জানান রাজ্যে শুকরের যথেষ্ট চাহিদা রয়েছে। রাজ্যের মধ্যে মাংসের চাহিদা অনেক বেশি। রাজ্যের ৯৮ শতাংশ মানুষ মাংসের উপর নির্ভরশীল। রাজ্যে চাহিদা অনুযায়ী মাংসের যোগান রয়েছে। এটাকে ধারাবাহিক ভাবে স্বাভাবিক রাখতে কিভাবে কি করা যায়, সেই সকল বিষয় নিয়ে এদিন আলোচনা হয়েছে। তিনি আরও জানান মাঝে মাঝে বিভিন্ন ফার্মে কিংবা বিভিন্ন গ্রামে শুকরের মধ্যে রোগ দেখা দেয়।
তার জন্য আগাম কি সতর্কতা অবলম্বন করা যায় সেই বিষয় নিয়ে এদিন আলোচনা হয়েছে। এছাড়াও আলোচনায় উঠে এসেছে বিভিন্ন বিষয়।