আগরতলা: শান্তিপূর্ণভাবে শুরু হল এবছরের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত দ্বাদশের পরীক্ষা। রাজ্যের ৬০ টি সেন্টারের ৯৫ টি ভেন্যুতে হচ্ছে পরীক্ষা। প্রথম দিন ছিল ইংরেজি বিষয়ের পরীক্ষা। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে সোমবার পরীক্ষা শুরু হয়।উচ্চ মাধ্যমিকের পাশাপাশি সোমবার থেকে শুরু হল দ্বাদশ মানের মাদ্রাসা ফাজিল পরীক্ষা। এই পরীক্ষা চলবে ১৭ মার্চ পর্যন্ত।
সমগ্র রাজ্যের ৬০ টি সেন্টারের অধিন ৯৫ টি ভেনুতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সোমবার রাজধানীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র গুলি সরজমিনে ঘুরে দেখেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডঃ ধনঞ্জয় গন চৌধুরী।তিনি জানান এই বছর মোট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে ২১ হাজার ৫০৬ জন। ৬০ টি সেন্টারের অধিন ৯৫ টি ভেনুতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
দিব্যাঙ্গ পরীক্ষার্থীদের জন্য প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পৃথক ব্যবস্থা রয়েছে। এই বছর সংশোধনাগার থেকে কোন পরীক্ষার্থী পরীক্ষায় বসেনি বলে জানান তিনি। রাজধানী ছাড়াও রাজ্যের বিভিন্ন সেন্টার ঘুরে দেখেছেন পর্ষদের গঠিত টিম গুলি।