আগরতলা : শীতের প্রকোপ বাড়ার আগেই অসহায় ও দরিদ্র মানুষের হাতে উষ্ণতা পৌঁছে দিতে উদ্যোগ নিল লায়ন্স ক্লাব। শনিবার আগরতলার রবীন্দ্র ভবন প্রাঙ্গণে ক্লাবের পক্ষ থেকে শীতবস্ত্র ও কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ও আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, যিনি এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রণব সরকার, যিনি বর্তমানে আগরতলা প্রেস ক্লাব এর সভাপতি। লায়ন্স ক্লাবের একাধিক কর্মকর্তা ও সদস্যরাও এদিন কর্মসূচিতে যোগ দেন। মানবিক দায়িত্ব পালনকে সামনে রেখে লায়ন্স ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই তাঁদের প্রধান লক্ষ্য।

বিশেষ করে শীতের সময় যারা পর্যাপ্ত বস্ত্রের অভাবে কষ্ট ভোগ করেন, তাঁদের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। লায়ন্স ক্লাবের এক কর্তার বক্তব্য— “আমাদের ছোট উদ্যোগ যদি কারও জীবনে সামান্য উষ্ণতা যোগ করতে পারে, তবেই এই প্রচেষ্টা সার্থক।

অনুষ্ঠানে শতাধিক মানুষের হাতে শীতবস্ত্র ও কম্বল তুলে দেওয়া হয়। স্থানীয়দের মতে, শীত শুরুর আগেই এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *