আগরতলা: রবিবার রাজধানীর রাম ঠাকুর সংঘের উদ্যোগে হয় রক্তদান শিবির। রাম ঠাকুর সংঘের ৫৯ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রদিপ প্রজ্জলন করে রক্তদান শিবিরের সুচনা করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ অন্যান্যরা।
শিবিরে এইদিন বহু রক্তদাতা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করেন। এক সাক্ষাৎকারে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন রাম ঠাকুর সংঘের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসাবে এইদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।
রক্তদান শিবিরে সকলে উৎসাহের সাথে সামিল হয়েছে। একটা সময় ক্লাবে ক্লাবে শক্তি প্রদর্শনের লড়াই হতো। বর্তমানে ক্লাব গুলির উদ্যোগে বিভিন্ন সামাজিক কর্মসূচি করা হয়ে থাকে।