আগরতলা : রামনগর ইংলিশ মিডিয়াম স্কুলে বিকশিত ভারতের স্বপ্নকে সামনে রেখে এন এস এসের উদ্যোগে সাত দিনের কর্মসূচির আয়োজন করা হয়। এনএসএস এর এই সাত দিনব্যাপী কর্মসূচির সূচনা করেন আগরতলা পু নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।

উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রীসহ অন্যান্যরা। এনএসএস ১৯৭৬ সাল থেকে ৬০০ জন স্বেচ্ছাসেবক নিয়ে ত্রিপুরায় পথ চলা শুরু করে। বর্তমানে সারা রাজ্যে এনএসএসের ৪৩১ টি ইউনিট রয়েছে। মেয়র এই কর্মসূচি প্রসঙ্গে সংবাদ মাধ্যমের সামনে বলেন, আজকে যারা এনএসএসের স্বেচ্ছাসেবক রয়েছে আগামী দিন তারাই রাজ্য ও দেশকে পরিচালনা করবে। তিনি বলেন বিকশিত ভারত ২০১৭ গড়ে তোলার ক্ষেত্রে ভারত সরকার যে প্রকল্পগুলি গ্রহণ করেছে, সেগুলি মানুষের সামনে তুলে ধরাও এনএসএস স্বেচ্ছাসেবকদের কর্তব্য বলে মনে করেন মেয়র দীপক মজুমদার।

তিনি আরো বলেন এনএসএস এর উদ্যোগে রাজ্যের বিভিন্ন বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পুঁথিগত বিদ্যার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের নিজেকে সভা এবং দেশ ও রাজ্যের উন্নয়নে এবং তার পাশাপাশি মানুষের সেবা করার জন্য এনএসএস স্বেচ্ছা সেবকদের মানসিক ভাবে তৈরি করা হয়। পরবর্তী সময়ে তারাই রাষ্ট্রীয় চিন্তা ও ভাবনায় কাজ করার জন্য সহিত হবে। এই ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার পাশাপাশি জাতীয় উন্নয়নে যুব সমাজকে কিভাবে যুক্ত করা যায় সেই লক্ষ্যেই এই সাত দিনব্যাপী শিবিরের আয়োজন করা হয়। সাত দিন ব্যাপী আয়োজনে বিভিন্ন শিক্ষামূলক বিষয়ে আলোচনা করা হবে,সাংস্কৃতিক অনুষ্ঠান,সমাজসেবা মূলক কার্যক্রম, কুইজ প্রতিযোগিতা,আত্ম নির্ভর ও স্বনির্ভর হওয়ার জন্য প্রশিক্ষণ, স্বচ্ছ ভারত এবং সমাজসেবার মানবিক উদ্যোগগুলি নিয়ে এনএসএস স্বেচ্ছা সেবকদের উৎসাহিত করা হবে।

আর পাশাপাশি সংবিধানে আদর্শ, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবিক চেতনা আরো সুদৃঢ় করে তুলতে আলোচনা অনুষ্ঠিত হবে। অর্থাৎ সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ ও সমাজসেবার সমন্বয়ে এনএসএসের এই বিশেষ আয়োজন টি হয়ে উঠেছে স্মরণীয়।ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার কথা জানান এনএসএস প্রোগ্রাম অফিসার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *