আগরতলা।।রামঠাকুর কলেজে ছাত্র ভর্তি নিয়ে শুক্রবার চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ভীত সন্ত্রস্ত শিক্ষক শিক্ষিকারা পুলিশ ডাকতে বাধ্য হন । শেষ পর্যন্ত যুব মোর্চার স্থানীয় নেতারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
রাজধানীর রামঠাকুর কলেজে ছাত্র ভর্তি নিয়ে কিছুদিন ধরে জটিলতা চলছে বলে অভিযোগ । বড়দোয়ালি , বাধারঘাট ও সূর্যমনিনগর এলাকার প্রায় ৪০০ ছাত্র ছাত্রী এখনো কলেজে ভর্তি হতে পারেনি। এই বছর অন লাইন ভর্তি পক্রিয়া চলছে। শুক্রবার দুপুরে কলেজের কিছু ছাত্র সহ একাংশ বহিরাগত কলেজের পরিবেশ বিষিয়ে তুলে। চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পুলিশ ডাকাতে বাধ্য হন। উশৃঙ্খল যুবকদের তান্ডবে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন কলেজের শিক্ষক শিক্ষিকারা। শেষ পর্যন্ত স্থানীয় যুব মোর্চার নেতৃত্ত রামঠাকুর কলেজে যান। তারা ডেপুটেশন দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষর কাছে। দাবি জানান সরকারি নিয়ম মেনে সমস্ত ছাত্র ছাত্রীরা যেন ভর্তির সুযোগ পায়।
এদিকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানান, একাংশ ছাত্র যুবাদের আচরণে তারা ভয় পেয়ে যান। পুলিশ ডাকতে বাধ্য হয়েছেন। কয়েকজন শিক্ষক শিক্ষিকা অসুস্থ হয়ে পড়েন। পরে অবস্য ছাত্র যুবাদের নেতৃত্ত এসে ডেপুটেশন দিয়েছেন। তাদের দাবির সঙ্গে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর পাপড়ি দাস সেনগুপ্তও সহমত পোষণ করেছেন। উনারাও চাইছেন সকল ছাত্র ছাত্রী যেন ভর্তি হতে পারে।
সরকারি নিয়ম অনুযায়ীই সকল ছাত্র ছাত্রী ভর্তির সুযোগ পাবে বলে জানান তিনি। কিছুদিন ধৈর্য্য ধরার আহ্বান জানান। রামঠাকুর কলেজে ভর্তি প্রক্রিয়া নিয়ে কিছুদিন ধরেই একটা চাপা উত্তেজনা বিরাজ করছে। কবে নাগাদ এই ভর্তি পক্রিয়া সম্পন্ন হয় সেটাই দেখার।