আগরতলা: আগরতলা শহরে চুরির ঘটনা বেড়ে চলেছে। সুযোগ পেলেই হাত সাফাই করে নিচ্ছে চোরের দল।রাজধানীতে এবার রাম ঠাকুর মন্দিরে চোরের থাবা।ইন্দ্রনগর জগৎপুর কালীবাড়ি রোডস্থিত রামঠাকুর সেবা মন্দিরে থাবা বসালো চোরের দল।

রবিবার সকালে আশ্রমের পুজারি গিয়ে দেখতে পায় আশ্রমের মূল ফটকের তালা ঠিকই রয়েছে। মূল ফটকের তালা খুলে আশ্রমে প্রবেশ করার পর দেখতে পায় আশ্রমের মূল ঘরের দরজার তালা ভাঙ্গা।

তখন পুজারির সন্দেহ হয়।এর পরেই উনার নজরে আসে প্রনামি বাক্সের তালা ভাঙা অবস্থায় রয়েছে। ঘরের ভিতর জিনিস পত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে।সাথে সাতে সে এলাকার লোকজনদের ঘটনার বিষয়ে জানান। তখন এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে যায়। খবর দেওয়া হয় এনসিসি থানার পুলিশকে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। চোরেরা আশ্রমের প্রনামি বাক্স থেকে নগদ অর্থ সহ রাম ঠাকুরের স্বর্ণের পাদুকা ও তুলসী চুরি করে নিয়ে গেছে বলে জানান তিনি।এই ঘটনায় রাতের শহরে পুলিসি নজর দারি নিয়ে উঠছে প্রশ্ন। দাবি উঠেছে সিসিটিভির ফুটেজ দেখে চোর সনাক্ত করে গ্রেপ্তার করার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *