আগরতলা: এবারের কেন্দ্রীয় বাজেটে গ্রাম- গরীব কৃষকে সরকার সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে। কৃষকদের জন্য আনা হচ্ছে দেশে ধনধান্যে প্রকল্প। লক্ষ্যমাত্রা নেওয়া হচ্ছে যে জেলাগুলির উৎপাদন কম।

শুক্রবার এডি নগরে এক অনুষ্ঠানে একথা বললেন কৃষি মন্ত্রী রতন লাল নাথ। এদিন রাজ্য থেকে বহিঃরাজ্যে পাঠানো হচ্ছে চাল। এডি নগর ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচারের অফিস প্রাঙ্গণ থেকে নয়াদিল্লিতে পাঠানো হয় দুই মেট্রিকটন সুগন্ধি চাল এবং ১ মেট্রিক টন কালো চাল। এর ফ্ল্যাগ অফ করেন মন্ত্রী রতন লাল নাথ।এদিন ছোট পরিসরে হয় এজন্য অনুষ্ঠান।

মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। আলোচনা করতে গিয়ে মন্ত্রী এদিন আরও বলেন, রাজ্যে সবচেয়ে বেশি জৈব চাষে গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ জৈব চাষে উৎপাদিত ফসলের চাহিদা সর্বত্র রয়েছে।

তিনি বলেন বিজেপি সরকার আসার পরে ১৮ হাজার হেক্টরের উপরে জৈব চাষ করা হয়েছে। আগে ছিল দুই হাজার হেক্টর।এছাড়াও বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *