আগরতলা: বাইরে থেকে লোকজন এখন এসে বলে ত্রিপুরা অনেক পরিবর্তন হয়েছে। বড় একটি হোটেল তৈরির চেষ্টা হচ্ছে ত্রিপুরায়। টাটা কোম্পানির সঙ্গে কথা বার্তা হয়েছে রাজ্যে হেরিটেজ পাঁচতারা হোটেল তৈরির। রবিবার এক অনুষ্ঠানে একথা বললেন মুখ্যমন্ত্রী।

তিনি ইঞ্জিনিয়ারদের প্রতি আহ্বান জানান রাজ্যের উৎপাদিত সম্পদকে কাজে লাগিয়ে উদ্ভাবনী কিছু করা যায় কিনা সেবিষয়ে চিন্তাভাবনা করার জন্য। তিনি বলেন,ইঞ্জিনিয়ারদের সংগঠনকে শক্তিশালী করার জন্য বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক-পড়ুয়াদের যুক্ত করার।ত্রিপুরা স্টেট ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের ৫৫ তম বার্ষিক সাধারণ সভা হয় রবিবার।

এদিন রাজধানীর নজরুল কলাক্ষেত্রে হয় সভা।উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ সংগঠনের কর্মকর্তারা।সাধারণ সভায় আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি ইঞ্জিনিয়ারদের প্রতি আহ্বান জানান,রাজ্যের উৎপাদিত সম্পদকে কাজে লাগিয়ে উদ্ভাবনী কিছু করা যায় কিনা সেবিষয়ে চিন্তাভাবনা করার জন্য।

তিনি বলেন ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য নির্ভরযোগ্য শক্তি।পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের বিরাট ভূমিকা রয়েছে।মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের বিরাট ভূমিকা রয়েছে। রাজ্যে বড় শিল্প স্থাপনের চেষ্টা রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *