আগরতলা: ভারতের মহিলা কমিশনের সদস্যা অর্চনা মজুমদার রাজ্য পরিদর্শনে এসে বিভিন্ন জায়গা পরিদর্শন করার শেষে বুধবার আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের সাথে সাক্ষাৎ করেন । সাক্ষাৎকারে রাজ্যের পরিস্থিতি কর্মসূচি গুলি নিয়ে আলোচনা করেন তিনি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, শহর আগরতলার মধ্যে উন্নয়নের ক্ষেত্রে আরো একটু বিশেষ গুরুত্ব আরোপ করার বিষয় নিয়ে আলোচনা করা হয়। তার মধ্যে জলের ব্যবস্থাপনা সোলার লাইট জেনারেটর এবং আরো বিভিন্ন সুযোগ সুবিধার জন্য উন্নয়নের ক্ষেত্রে অগ্রসর হওয়ার কথা তুলে ধরেন।
তাছাড়া মহিলাদের সুরক্ষার কথা চিন্তা করে একটি হেল্প লাইন নাম্বারের ব্যবস্থা করার বার্তা তুলে ধরেন মেয়র দীপক মজুমদারের সামনে।