আগরতলা।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপূজার আগে দেশবাসীকে বিশেষ উপহার দিয়েছেন জি এস টি এর হার কমিয়ে । ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমে প্রতিটি পরিবার সরাসরি উপকৃত হবে।
২২ সেপ্টেম্বর থেকে নতুন জি এস টি হার কার্যকর হয়। তাই এর প্রচারে ও ক্রেতা বিক্রেতাদের মধ্যে সচেতনতা জাগাতে মঙ্গলবার আগরতলার মহারাজগঞ্জ বাজারে যান প্রদেশ বিজেপির সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য্য। কথা বলেন বাজারের বিভিন্ন অংশের বেবসায়ীদের সঙ্গে।
নতুন জি এস টি এর হার সম্পর্কে তাদের অবগত করেন। ক্রেতা বিক্রেতারা কি ভাবে তাতে লাভবান হবেন সেই বিষয়ে বুঝান। পরে সাংসদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, পরবর্তী প্রজন্মের জন্য জিএসটি সংস্কারের ফলে বিভিন্ন ক্ষেত্রে করের হার হ্রাস করার বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।
জিএসটি সংস্কারের ফলে সাধারণ মানুষের কি ধরনের উপকার হবে সেই বিষয়ে ব্যাবসায়ীদের এবং ক্রেতাদের সাথে সরাসরি কথা বলে তাদের সচেতন করার লক্ষে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান । তাঁর কথায়, ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে ইতিমধ্যেই এই নতুন প্রজন্মের জিএসটি সংস্কারকে ঘিরে খুশির আবহ স্পষ্ট ।
পাশাপাশি, স্বদেশী জিনিসপত্র যাতে মানুষ বেশী করে ব্যাবহার করেন সেই বিষয়েও তাদের সচেতন করা হয়। তিনি বলেন প্রধানমন্ত্রী চাইছেন দেশকে স্বনির্ভর করতে স্বদেশী পণ্যের উৎপাদন বাড়াতে।
তাই প্রতি ঘরে স্বদেশী পণ্য ব্যবহার করার আহ্বান জানান। তাতে আমাদের দেশের আর্থিক অবস্থা বিশ্বের মধ্যে চতুর্থ স্থান থেকে এগিয়ে তৃতীয় স্থানে উঠে আসবে।