আগরতলা।।সনাতন হিন্দু ধর্মাবলম্বী বাঙ্গালীদের প্রবাদ বারো মাসে তেরো পার্বণ।তারই এক অনন্য সংযোজন পৌষ পার্বণ তথা মকর সংক্রান্তি।যার পোশাকি নাম আলন্তী। পিঠে পুলির অন্যতম এই পার্বণ কে কেন্দ্র করে রাজ্য জুড়ে বিশেষত গ্রামাঞ্চল গুলিতে তৈরি হয়েছে উৎসবের আবহ।হিন্দু ধর্মাবলম্বী দের কাছে মকর সংক্রান্তি এক বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। যা আজও গ্রাম বাংলায় গভীর আন্তরিকতা ও নিস্টার সঙ্গে উদযাপন হয়ে আসছে। চিরাচরিত ঐতিহ্যবাহী এই পার্বণ নিয়ে রয়েছে অনেক ইতিহাস। মহাভারত অনুসারে এই পূর্ণ তিথিতেই পিতামহ ভীষ্ম শরশয্যায় মৃত্যু ইচ্ছা করেছিলেন। আবার কারো কারো মতে দেবতাদের সঙ্গে অসুরদের যুদ্ধের সমাপ্তি হয়েছিল।তাই এই দিনটিতে সমস্ত ও অশুভশক্তির বিলাস হয় শুভশক্তির উদ্বোধন হয়েছিল। বিজ্ঞান অনুযায়ী সূর্যের দুটি গতি হল উত্তরায়ণ এবং দক্ষিণায়ন। মকর সংক্রান্তির দিন সূর্য উত্তরায়ন থেকে দক্ষিণায়নে প্রবেশ করে। এর ফলে দিন বড় হতে থাকে এবং রাত ছোট হতে থাকে। এই পবিত্র দিনটিতে স্নান,দান, অস্থি বিসর্জন,গঙ্গা পূজা এবং পিতৃ পুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয়। ত্রিপুরার অগণিত মানুষের আস্তা ও বিশ্বাস মকর সংক্রান্তিতে গোমতী নদীর উৎসমুখ ডুম্বুর তথা তীর্থ মুখে স্নান করলে মোক্ষ লাভ হয়। তীর্থ মুখে পঞ্চ দেবতা বিরাজমান বলে জাতি উপজাতি সকল অংশের মানুষের বিশ্বাস।ডটকমের যুগে অনেক কিছুর পরিবর্তন হলেও, ঐতিহ্যবাহী এই উৎসব এখনো যেন সমান তালে গ্রামীন এলাকায় অবিচল। তাইতো হিন্দু বাঙালির চিরাচরিত লোক সংস্কৃতি ও আবেগঘন পার্বণ পৌষ সংক্রান্তি কে কেন্দ্র করে উৎসবের আবেগে মেতে উঠেছে রাজ্যের গ্রামীণ এলাকা গুলো। বাঙ্গালীদের সাথে অন্য সম্প্রদায় গুলিও তেরো পার্বণে মেতে উঠেন। পৌষ সংক্রান্তি প্রস্তুতি ঘরে ঘরে। এই পৌষ সংক্রান্তির সাথে খড় দিয়ে বুড়ির ঘর বানিয়ে পিকনিকের একটা রেওয়াজ কিন্তু আজও চালু রয়েছে। যদিও বুড়ির ঘর বানিয়ে পিকনিক করার মজা শহরে হারিয়ে যাচ্ছে।মকর সংক্রান্তি উপলক্ষে হরিলুট নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন এলাকার ৮ থেকে ৮০ প্রত্যেকেই।এমনই চিত্র লক্ষ্য করা গেল পশ্চিম চাম্পা মুড়া,লঙ্কামুড়া, বামুটিয়া,কল্যাণপুর সহ রাজ্যের বিভিন্ন এলাকায়। পৌষ সংক্রান্তি মানে পিঠে পুলি। তারই প্রস্তুতি দুদিন আগে থেকেই শুরু হয় ঘরে ঘরে। সংক্রান্তির আগের দিন থেকেই শুরু হয় পিঠে তৈরির কাজ। মকর সংক্রান্তি উপলক্ষে ঘরে ঘরে বিভিন্ন ধরনের পিঠে পুলি নিয়ে মা মাসি দিদিরা ব্যস্ত হয়ে পড়েন। এমনই কিছু দৃশ্য যা ক্যামেরা বন্দী করা হয়।
মকর সংক্রান্তির দিনে উৎসবে মুখর ত্রিপুরার বিভিন্ন প্রান্ত।।
