আগরতলা: ৫৪ তম জাতীয় সুরক্ষা দিবস ও জাতীয় সুরক্ষা সপ্তাহ পালন করা হয় সোমবার। এদিন বোধজংনগর উদ্যোগী ভবনে হয় কর্মসূচী। কলখারখানায় শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করার উপরে জোর দেওয়া হল জাতীয় সড়ক সুরক্ষা সপ্তাহে। প্রতিবছর বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ৪ মার্চ জাতীয় সড়ক সুরক্ষা দিবস ও ৪ মার্চ থেকে ১০ মার্চ সুরক্ষা সপ্তাহ পালন করা হয়।

এবছর জাতীয় সুরক্ষা সপ্তাহে সুরক্ষা নিয়ে সচেতনতা কর্মসূচী নেওয়া হয়। কারখানার ভেতরে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে ব্যবস্থাপনা, শ্রমিক এবং নিরাপত্তা আইনের ভূমিকা শীর্ষক আলোচনা সভা হয় সোমবার।শিল্প তালুক বোধজংনগরের উদ্যোগী ভবনে হয় কর্মসূচী।ফ্যাক্টরিজ এন্ড বয়লারস অর্গানআইজেশন , ত্রিপুরা ইন্ডাস্ট্রি ওনার্স এসোসিয়েশনের যৌথ উদ্যোগে পালন করা হয় ৫৪ তম জাতীয় সুরক্ষা দিবস ও জাতীয় সুরক্ষা সপ্তাহ। কর্মসূচীতে মন্ত্রী টিঙ্কু রায় এদিন বলেন, রাজ্যে কলকারখানা বাড়ছে। উদ্যোগীরা এগিয়ে আসছেন ফ্যাক্টরি তৈরি করতে। সেজন্যই শ্রমিকদের সুরক্ষার বিষয়টি গুরুত্বপূর্ণ।

এদিন সেখানে সুরক্ষার বিষয়ের উপরে মহড়া হয়। শ্রমিকদের সুরক্ষা যাতে প্রথম অগ্রাধিকার দেওয়া হয়। উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী টিঙ্কু রায় ছাড়াও শিল্প দপ্তরের অধিকর্তা, ।ফ্যাক্টরিজ এন্ড বয়লারস-র চিফ ইঞ্জিনিয়ার সহ অনান্য আধিকারিকরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *