আগরতলা: বিপুল পরিমাণ ড্রাগস সহ এক নেশাকারবারি জালে। এডিনগর থানার অন্তর্গত ক্যাম্পের বাজার এলাকা থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ এক নেশাকারবারিকে আটক করল এডিনগর থানার পুলিশ।
এডিনগর থানার ওসি জানান মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ক্যাম্পের বাজার সিপার্ড রোড এলাকার বাসিন্দা বিপ্লব দে ড্রাগসের ব্যবসার সাথে যুক্ত। তার বাড়িতে বিপুল পরিমাণ ব্রাউন সুগার ও ফেন্সিডিল মজুত রয়েছে। যথারীতি বিপ্লব দে-র বাড়িতে তল্লাসি অভিযান চালানো হয়।
তার বাড়ি থেকে প্রায় ১ লক্ষ টাকার ব্রাউন সুগার ও ফেন্সিডিল উদ্ধার হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে বিপ্লব দে-কে। তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে এ ডি নগর থানার পুলিস।