আগরতলা: দীর্ঘদিন ধরে মিলছে না বকেয়া বেতন। হতাশ ত্রিপুরা বিদ্যুৎ নিগমের অধীন একটি বেসরকারি সংস্থার কর্মচারীরা। বুধবার বাধ্য হয়ে কর্মীরা সংস্থার অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায়। এদিকে সংস্থার কর্মকর্তাদের দাবি তারাও নিগম থেকে টাকা পাচ্ছেন না। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম দপ্তরের অধিন বর্তমানে একাধিক সংস্থা কাজ করছে। এই ধরনের সংস্থা গুলির মধ্যে একটি হল ARKI প্রাইভেট লিমিটেড।
সংস্থার অধীন জুনিয়র অপারেটর ও টেকনিক্যাল এসিস্টেন্ট রয়েছে ৫ শতাধিক কর্মী। এই জুনিয়র অপারেটর ও টেকনিক্যাল এসিস্টেন্টদের অভিযোগ দুই বছর ধরে তারা এই সংস্থার অধীন কাজ করছে। কিন্তু তাদেরকে নিয়মিত বেতন দেওয়া হয় না বলে অভিযোগ। অভিযোগ ৬ মাস বেতন বকেয়া থাকলে তাদেরকে এক মাসের বেতন দেওয়া হয়। তাই বকেয়া বেতনের দাবিতে বুধবার সংস্থার জয়নগরস্থিত সংস্থার অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে কর্মীরা।
তাদের অভিযোগ বর্তমানে তাদের ৭ মাসের বেতন বকেয়া রয়েছে। শুধু তাই নয় ইপিএফ এবং ইএসআই-র সুবিধাও তাদেরকে প্রদান করা হয় না। তাই তারা এইদিন সংস্থার অফিসের সামনে বিক্ষোভে সামিল হয়েছে।