আগরতলা, ২১ অক্টোবর :
খোয়াই জেলার কল্যাণপুরে খুব শীঘ্রই ১৩২ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র (Sub-Station) স্থাপন করা হবে এবং এলাকার সমস্ত ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তার ও খুঁটি প্রতিস্থাপন করা হবে।
মন্ত্রী সোমবার কল্যাণপুরের ঘিলাতলি গ্রামের মণিপুরী পাড়ায় গিয়ে ২২ বছর বয়সী প্রয়াত অজয় দেবনাথের বাড়ি পরিদর্শন করে এই তথ্য জানান।
অজয় দেবনাথ একটি বৈদ্যুতিক তারের স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুঃখজনকভাবে প্রাণ হারান।
ঘটনাস্থল পরিদর্শনের পর মন্ত্রী জানান, ঘটনাটি তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী এ দিন শোকাহত পরিবারের সঙ্গে দেখা করে তাদের সমবেদনা জ্ঞাপন করেছেন। মন্ত্রী জানান, সরকার এই পরিবারের পাশে থাকবে। সরকারিভাবে সমস্ত রকম সহযোগিতারও আশ্বাস দিন তিনি।
তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বিধায়ক পিনাকী দাস চৌধুরী তাঁকে অবিলম্বে অবগত করেন এবং বিধায়ক সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছান।
মন্ত্রী বলেন, এই মৃত্যুর কারণ খুঁজে বের করার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে যদি কারো গাফিলতি প্রমাণিত হয় তাহলে তিনি যেই হোন তাকে ছাড়া হবে না। আইনগতভাবে যা যা করার সব করা হবে। আমরা চাই না ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা আর ঘটুক। এত অল্প বয়সে এক মেধাবী তরুণের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তিনি আরো বলেন, এখন আমাদের দায়িত্ব শোকাহত পরিবারের পাশে থাকা এবং সম্ভাব্য সব সাহায্য করা, বিশেষত তাঁর ছোট ভাইয়ের জন্যও সহায়তার ব্যবস্থা করা।
মন্ত্রী বলেন, কল্যাণপুর এলাকায় বেশ কিছু ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক লাইন রয়েছে এবং সেগুলো দ্রুত সংস্কার করা হবে। কল্যাণপুরে একটি প্রকল্পের মাধ্যমে সমস্ত ত্রুটিপূর্ণ তার ও খুঁটি পরিবর্তন করা হবে। পাশাপাশি, এলাকার বিদ্যুৎ পরিকাঠামো শক্তিশালী করতে কল্যাণপুরে ১৩২ কেভি সাব-স্টেশন স্থাপনের বিষয়ে ইতিমধ্যেই আলোচনা হয়েছে বলেও জানান মন্ত্রী।
