আগরতলা: বর্জ্য বহন কারী নতুন অটো গাড়ির ফ্ল্যাগ হোস্টিং করে শুভ সূচনা করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সঙ্গে উপস্থিত ছিলেন অন্যান্য কর্পোরেটর সহ পৌর নিগমের আধিকারিক গণ।
এই বিষয়ে মেয়র দীপক মজুমদার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আগরতলা পৌর নিগম ২০২২ সাল থেকে শহরকে সুন্দর এবং পরিচ্ছন্ন রাখার যে প্রয়াস স্বচ্ছ আগরতলা সুস্থ আগরতলা হাতে নিয়েছে তারই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার সরকারের সহায়তায় শহরবাসীর পরিষেবার জন্য সাতটি তিন চাকার অটো ওপার এবং তিন সেট মিনি সুপার সকার ক্রয় করেছে।সাতটি অটো হোপার কিনতে পুর নিগমের খরচ হয়েছে ৩৯ লক্ষ ২০ হাজার টাকা এবং তিনটি সেট মিনি সুপার সকার কিনতে খরচ হয়েছে ২ কোটি ৮৮ লক্ষ টাকা।
আগরতলা শহরে সমস্ত হোটেল রেস্টুরেন্ট এবং ফাস্টফুড স্টল গুলোতে যে আবর্জনা তৈরি হয় সেটাকে আলাদাভাবে কালেক শন করে দেবেন্দ্রনগর প্রসেসিং সেন্টারে পাঠানো হবে। এই সাতটি অটো হুপার সেন্ট্রাল জোন সেনিটারি ইন্সপেক্টর এর তত্ত্বাবধানে কাজ করবে। ২০১৮ বর্ষ থেকে রাজ্য সরকারের সার্বিক উন্নয়নের প্রয়াস এর দরুন ব্যাপকভাবে শহর উন্নয়নের কাজ চলছে। দীর্ঘদিনের উন্মুক্ত ড্রেনগুলো ও বন্যা নিয়ন্ত্রণের ড্রেন গুলি পর্যায়ক্রমে কভার করা হচ্ছে।
তিন সেট মিনি সুপার সকার গুলো সরু গলির ড্রেন গুলিকে আশা পরিস্কার করতে পারবে। যাতে করে বর্ষার সময় জল সহজে পরিবাহিত হতে পারে। এই কাজ করার জন্য একটি সংস্থাকে নিযুক্তি করা হয়েছে এবং সেটি মেকানি ক্যাল ডিভিশনের তত্ত্বাবধানে কাজ করবে।
