আগরতলা।।প্রাক্তন বিধায়ক প্রয়াত সুরজিৎ দত্তের ৭৬ তম জন্মদিন উদযাপন করলেন উনার ভাইপো কর্পোরেটর অভিষেক দত্ত।
শনিবার প্রয়াত প্রাক্তন বিধায়কের জন্মদিন উপলক্ষে কর্পোরেটের অভিষেক দত্তের উদ্যোগে আগরতলায় অটল বিহারি বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালে ফলমিষ্টি দেওয়া হয়। শ্রী দত্ত নিজের হাতেই রোগীদের মধ্যে খাবারের প্যাকেট বিতরণ করেন। শ্রী দত্ত বর্তমানে আগরতলা পুর নিগমের ১৮ নং ওয়ার্ডের কর্পোরেটর। তার এই উদ্যোগের প্রশংসা করেন ক্যান্সার হাসপাতালের কর্মী আধিকারিক সহ রোগীদের পরিবারের লোকেরা।
উল্লেখ্য প্রয়াত প্রাক্তন বিধায়ক সুরজিৎ দত্ত ছিলেন অমায়িক , জনদরদি , পরোপকারী ও রামনগরের জননেতা। তাই সেই ধারা অব্যাহত রাখতে চান উনার ভাইপো অভিষেক দত্ত। আগামী দিনগুলিতেও তিনি বিভিন্ন সামাজিক কর্মসূচি চালিয়ে যেতে চান বলে জানান।