আগরতলা, ৫ নভেম্বর: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ রাজ্যের প্রখ্যাত ক্রিকেটার প্রয়াত রাজেশ বণিকের বাড়িতে গিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। এর পাশাপাশি প্রয়াত ক্রিকেটারের শোকাহত পরিবার ও পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রয়াত ক্রিকেটার রাজেশ বণিককে স্মরণ করে মুখ্যমন্ত্রী বলেন, ছোটবেলা থেকেই খেলার প্রতি তাঁর অফুরন্ত ভালোবাসা ও নিষ্ঠা তাঁকে রাজ্য ক্রিকেটের শীর্ষে পৌঁছে দিয়েছিল। ত্রিপুরার হয়ে রঞ্জি দলের অধিনায়কত্ব করেছেন এবং বর্তমানে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের জুনিয়র সিলেক্টর কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তাঁর এই অকাল প্রয়াণে ত্রিপুরা এক প্রতিভাবান ও নিবেদিতপ্রাণ ক্রিকেটারকে হারাল।এদিন মুখ্যমন্ত্রী ডাঃ সাহার সাথে ছিলেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুব্রত দে, সহ-সভাপতি উপানন্দ দেববর্মা এবং কোষাধ্যক্ষ বাসুদেব চক্রবর্তী ।
