আগরতলা: পিএম সূর্য ঘর মুফ্ত বিদ্যুৎ যোজনা ত্রিপুরা বিদ্যুৎ নিগম ও ত্রিপুরা শহুরি জীবিকা মিশনের সহযোগিতায় আগরতলা পুর নিগম কর্তৃক আয়োজিত জনসচেতনতা ও নিবন্ধীকরণ শিবিরের আয়োজন করা হয় ।
আগরতলা পুরো নিগমের সেন্ট্রাল জুনের এই অনুষ্ঠান আয়োজিত হয় আগরতলা পুর নিগম অফিসে। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, সেন্ট্রাল জোনের চেয়ারম্যান তথা কর্পোরেটর রত্না দত্ত,বিভিন্ন ওয়ার্ডের কর্পোরটর ও বিদ্যুৎ দপ্তরে কর্মীরা।।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, এই রাজ্যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পিএম সূর্য ঘর মুফত বিদ্যুৎ যোজনার কাজ শুরু হয়ে গেছে। আর এতে করে বিভিন্ন গ্রাহকরা এই সুযোগ গ্রহণ করে।
এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ নাগরিকদের কাছে এ প্রকল্পের বিশেষ গুরুত্ব তুলে ধরা।