আগরতলা।।মহাষ্টমীর পূণ্য তিথি, যেখানে ভক্তি আর উল্লাস একসূত্রে মিলিত হয়, সেই শুভ ক্ষণেই নতুন দিগন্তে পা রাখল পাবলিক নাও। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা:) মানিক সাহার হাত ধরে আত্মপ্রকাশ ঘটল বহুল প্রতীক্ষিত প্রথম শারদ সংখ্যা “শারদ ত্রিনয়নী”।শারদীয় উৎসবের পটভূমিতে প্রকাশিত এই বিশেষ সংখ্যা কেবল একটি পত্রিকা নয়, বরং এক সৃজনযাত্রার সূচনা। সাহিত্য, সংস্কৃতি ও সমাজচেতনার মেলবন্ধনে গড়ে ওঠা প্রতিটি লেখা, প্রতিটি ভাবনা এবং প্রতিটি রঙ যেন শারদ অর্ঘ্যের মতোই নিবেদিত হয়েছে পাঠকের হৃদয়ে।

“শারদ ত্রিনয়নী” নামকরণেই লুকিয়ে আছে প্রতীকী বার্তা—মায়ের তৃতীয় নেত্র যেমন অজ্ঞানতার অন্ধকার ভেদ করে আলোকপ্রদীপ জ্বালায়, তেমনি এই সংখ্যাও নতুন আলো ছড়িয়ে দেবে সাহিত্য ও সমাজচর্চার পথে।আত্মপ্রকাশ উপলক্ষে পাবলিক নাও প্রকাশিত শারদ সংখ্যার সম্পাদকের পক্ষ থেকে জানানো হয়, “এটি কেবল একটি ম্যাগাজিন নয়, বরং একটি স্বপ্নের বাস্তবায়ন। কলম ও কল্পনার মেলবন্ধনে গড়ে ওঠা এই সংখ্যাটি পাঠকের ভাবনা ও আবেগকে নতুন দিশা দেখাবে।

পাবলিক নাও-এর প্রথম শারদ সংখ্যা “শারদ ত্রিনয়নী” এই ম্যাগাজিন শুধু একটি প্রকাশনা নয়, বরং আগামীর পথপ্রদর্শক—শব্দের দীপশিখা, সৃজনের জাগরণ এবং শারদ রাতের ধ্রুপদী আলো।।এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন পাবলিক নাও চ্যানেলের এডিটর প্রসেনজিৎ ভট্টাচার্য।।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *