আগরতলা: ফুলেল শ্রদ্ধা জানানো হল পশ্চিম জিলা পরিষদের প্রয়াত সভাধিপতি বলাই গোস্বামীকে। বটতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর। স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়ে বুধবার গভীর রাতে চেন্নাই-র অ্যাপেলো হাসপাতালে প্রয়াত হন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী।

বুধবার রাতে তিনি অ্যাপেলো হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হন। সেখানেই প্রয়াত হন।শুক্রবার প্রয়াত বলাই গোস্বামীর কফিন বন্দী মৃতদেহ রাজ্যে নিয়ে আসা হয়। এদিন এমবিবি বিমানবন্দর থেকে বলাই গোস্বামীর মৃতদেহ নিয়ে যাওয়া হয় বামুটিয়া বিধানসভা এলাকায়। সেখানে উনাকে বিজেপি দলের কর্মী সমর্থকরা শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

তারপর তার মৃতদেহ নিয়ে যাওয়া হয় আগরতলা নিজ বাড়িতে। সেখানে পরিবার পরিজনরা শেষ শ্রদ্ধা নিবেদন করেন। তারপর মৃতদেহ নিয়ে আসা হয় প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে। সেখানে প্রয়াত বলাই গোস্বামীর মৃতদেহ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক রতন চক্রবর্তী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রদেশ বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব।

সেখান থেকে মৃতদেহ নিয়ে যাওয়া হয় টি আরটিসি অফিসের সামনে সেখানেও শ্রদ্ধা জানান অফিসের কর্মচারীরা। শুক্রবার বিকেলের বিমানে আগরতলায় নিয়ে আসা হয় প্রয়াত পশ্চিম জিলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামীর কফিন বন্দি দেহ।

সেখান থেকে বামুটিয়া ব্লক সহ বিভিন্ন জায়গা হয়ে রামনগর নিজ বাড়িতে আনা হয়। কান্নায় ভেঙে পড়েন পরিজনেরা। সেখান থেকে আনা হয় প্রদেশ বিজেপি কার্যালয়ে। নেওয়া হয় পশ্চিম জিলা পরিষদের অফিসের সামনেও।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *