আগরতলা: নতুন অফিস বাড়ি পেল সূর্যমনিনগরের তহশিল কাছারি। শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এর সূচনা হয়। এলাকার বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল তহশিল কাছারির উদ্বোধন করেন।

উপস্থিত ছিলেন সদর পশ্চিম জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার, সদর মহকুমা শাসক মানিক লাল দাস, গ্রাম উন্নয়ন দপ্তরের আগরতলা ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রদীপ দেববর্মা সহ অন্যরা। ডুকলি রেভিনিউ সার্কেলের অধীন এই অফিস।

এদিন অনুষ্ঠানে রাম প্রসাদ পাল বলেন, এই অফিস এলাকাবাসীর সমস্যা সমাধানে কাজ হবে। এদিনের অনুষ্ঠানে এলাকার লোকজনের অংশ গ্রহণ ছিল নজরকাড়া।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *