আগরতলা।।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছেন দেশের সমস্ত অংশের মানুষের উন্নয়ন। দিব্যাঙ্গজনেরাও যেন পিছিয়ে না থাকে। সমাজের সব মানুষকে স্বাবলম্বী করে তোলার লক্ষে সরকার কাজ করছে। বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।
সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত উন্নয়নের জন্যে সরকার কাজ করছে। দিব্যঙ্গজনেরাও এই সমাজেরই অংশ। তাদের স্বাবলম্বী করে তুলতে প্রচেষ্টা চালিয়েছে সরকার। রয়েছে বিভিন্ন প্রকল্প। শনিবার দিব্যাঙ্গজনেদের জন্যে একটি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখানে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলি বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।
তিনি দাবি করেন বর্তমান রাজ্য সরকার ১৯ হাজার ৫৮২ জনকে চাকরি দিয়েছে। সামাজিক ভাতা ২ হাজার টাকা করা হয়েছে। সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত উন্নয়ন করা হচ্ছে সরকারের লক্ষ্য। শরীর ও মন সুস্থ রাখতে তিনি নাচ গান যোগা ও খেলাধুলার পরামর্শ দেন। সাধারণ মানুষের সঙ্গে মেলা মেশার জন্যে বলেন। মুখ্যমন্ত্রী দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিশাতেই কাজ করছে রাজ্য সরকার। মুক্তধারা হলে আয়োজিত এই অনুষ্ঠানে সাংসদ রাজীব ভট্টাচার্যও ছিলেন।
তিনি দাবি করেন এই সরকারের লক্ষ্য হচ্ছে সমাজের সমস্ত অংশের মানুষকে সহযোগিতা করা। সরকার সবকা সাথ সবকা বিকাশ নীতিতে কাজ করছে। আর তাই দিব্যাঙ্গদেড় জন্যে নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে। দিব্যাঙ্গ কৃতীদের এদিন সংবর্ধনাও দেওয়া হয়।
এদিনের এই অনুষ্টান ঘিরে বিশেষ ভাবে সক্ষমদের মধ্যে বেশ উৎসাহ দেখা যায়। দিব্যাঙ্গদের এদিন বিভিন্ন সহায়ক সামগ্রী প্রদান করা হয়।