আগরতলা: প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ও ত্রিপুরা ভেটেরিনারি কাউন্সিলের যৌথ উদ্যোগে সেমিনার। শুক্রবার প্রজ্ঞাভবনে হয় সেমিনার। প্রাণী সম্পদ এবং বন্যপ্রাণী স্বাস্থ্যসেবা: টেকসই উন্নয়নের জন্য যত্ন বৃদ্ধি” শীর্ষক প্রজ্ঞা ভবনে এক সেমিনার। শুক্রবার রাজধানীর প্রজ্ঞাভবনে সেমিনারের উদ্বোধন করবেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ও ত্রিপুরা ভেটেরিনারি কাউন্সিলের যৌথ উদ্যোগে এই সেমিনার। সচেতনতা বৃদ্ধির জন্যই এই কর্মসূচী।

এই অনুষ্ঠানের রিসোর্সপার্সন ছিলেন পদ্মশ্রী ডা: কুশল কোনয়ার শর্মা, অধ্যাপক এবং এইচওডি, সার্জারি বিভাগ। তাছাড়া উপস্থিত ত্রিপুরা ভেটেরিনারী কাউন্সিলের সভাপতি চিন্টু দেববর্মাসহ অন্যরা। এই অনুষ্ঠানে বিশেষজ্ঞ প্রাণী চিকিৎসক, সংরক্ষণবাদী এবং নীতিনির্ধারকরা প্রাণী স্বাস্থ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ এবং উদ্ভাবনী সমাধান নিয়ে আলোচনা করেন।

কর্মশালা নিয়ে মন্ত্রী বলেন, প্রতিটি পশু পাখীদের নতুন নতুন দেখা দিচ্ছে এর থেকে পশু পাখীদের কিভাবে সুরক্ষা দেওয়া যায়, এসব বিষয়ের উপরে চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হবে। এ ধরণের প্রশিক্ষকনের মাধ্যমে প্রাণী চিকিৎসকরা অনেক বেশি দক্ষতা লাভ করতে পারবে।

তিনি বলেন, পশু পাখীদের স্বাস্থ্যের সুরক্ষা সুনিশ্চিত করার জন্য এটা গুরুত্বপূর্ণ উদ্যোগ। পাশাপাশি আরও বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *