আগরতলা: “জলবায়ু পরিবর্তন প্রশমনে বাঁশের ভূমিকা” শীর্ষক কর্মশালা। মঙ্গলবার একদিনের কর্মশালা হয় আগরতলার লিচুবাগানস্থিত বাঁশ ও বেত উন্নয়ন ইনস্টিটিউটে।কর্মশালায় উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা সহ বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের আধিকারিকরা।

কর্মশালায় এদিন বিভিন্ন কলেজের পড়ুয়ারা অংশগ্রহণ করে।মন্ত্রী অনিমেষ দেববর্মা এদিনের কর্মশালার প্রশংসা করে বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর চাইছে রাজ্যে জলবায়ু পরিবর্তনের উপর সচেতনতা বৃদ্ধি করতে। যাতে করে জলবায়ু পরিবর্তন প্রশমন করা যায়।

রাজ্যে প্রচুর পরিমাণে গাছপালা এবং বাঁশ লাগানো প্রয়োজন। সেদিকে গুরুত্ব দিয়ে এদিনের কর্মশালার আয়োজন করা হয়েছে।এছাড়াও বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *