আগরতলা ।।রাজ্যে নেশা কারবারিরা দৌরাত্ম দিন দিন বেড়েই চলেছে । পুলিশি অভিযানে কিছু কিছু ক্ষেত্রে নেশা কারবারিরা ধরা পড়লেও রমরমিয়ে চলছে তাদের ব্যবসা ।
খয়েরপুর আমতলী বাইপাস সড়কটি নেশা সামগ্রী পাচারকারীদের যেন একটি নিরাপদ করিডোর। যদিও পুলিশ প্রশাসনও বসে নেই। একটি ধাবা সংলগ্ন এলাকায় অটোতে তল্লাশি চালিয়ে ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে আমতলী থানার পুলিশ! কালো বাজার যার মূল্য আনুমানিক ১কোটি ৩৫ লক্ষ টাকা। একইসঙ্গে অটো চালককে আটক করা হয় ! ধৃত যুবকের নাম সুজিত সূত্রধর। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপার নমিত পাঠক।
উল্লেখ্য রাজ্য সরকার চাইছে নেশা মুক্ত ত্রিপুরা গড়তে। অথচ দেখাযাচ্ছে মারাত্মক সব নেশা সামগ্রীর কারবার দিন দিন বেড়েই চলেছে। পুলিসি অভিযানে নেশার ছোট কারবারিরা ধরা পড়লেও রহস্যজনক ভাবে নেশার কিংপিনদের কাছে পৌঁছতে পারছে না পুলিশ। অভিযোগ বড় বড় নেশা কারবারিদের মাথার উপর রাজনৈতিক নেতাদের হাত রয়েছে। তাই এই সমস্যার সমাধানও হচ্ছে না।