আগরতলা: বাংলাদেশী নাগরিকদের অবৈধ ভাবে যাতায়াত অব্যাহত ত্রিপুরায়। ফের আটক এক বাংলাদেশী নাগরিক। এডিনগর থানার অন্তর্গত গজারিয়া বর্ডার সংলগ্ন এলাকা থেকে এক বাংলাদেশী নাগরিককে আটক করল অরুন্ধতীনগর থানার পুলিশ। ভারত থেকে বাংলাদেশে যাওয়ার সময় ঐ ব্যক্তিকে আটক করে পুলিশ।
এডিনগর থানার ওসি জানান সোমবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন গজারিয়া বর্ডার সংলগ্ন এলাকায় এক যুবক ঘুরাঘুরি করছে। এই সংবাদ পাওয়ার সাথে সাথে এডিনগর থানার পুলিশ সেখানে ছুটে যায়। এবং সন্দেহ জনক ঐ যুবককে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ চালানোর পর সে স্বীকার করে সে বাংলাদেশী নাগরিক। বেশকিছু দিন পূর্বে সে ত্রিপুরা রাজ্যে এসেছিল।
সোমবার সে পুনঃরায় বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য সীমান্ত লাগোয়া এলাকায় যায়। ধৃত যুবকের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃত যুবকের নাম আলিফ হোসেন। ধৃতকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিস।