ধর্মনগর : ত্রিপুরা মানবাধিকার কমিশনের সচিবের সঙ্গে দেখা করলেন কদমতলার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আবেদন জানালেন ন্যায়ের। বুধবার ব্যবসায়ীরা ত্রিপুরা মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয়ে স্মারকলিপি পেশ করেন। তাদের সঙ্গে ছিলেন সিপিআই এম এলের রাজ্য সম্পাদক পার্থ কর্মকার সহ অন্যরা।
এদিন পার্থ কর্মকার জানান ২০২৪ সালের অক্টোবর মাসে দুর্গাপূজার প্রাক মুহূর্তে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা হয়। এতে কদমতলা বাজারের বহু ব্যবসায়ীর ক্ষতিগ্রস্ত হয়। অভিযোগ তাদের দোকান পুড়িয়ে দেওয়ার পাশাপাশগি লুটপাট চালানো হয়। এতে রাস্তায় বসে জান ব্যবসায়ীরা। প্রশাসনের তরফে তাদের যে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে তা খুবই কম। তাদের অভিযোগ সরকারি তরফে ক্ষতিপূরণ হিসেবে যা সাহায্য করা হয়েছে তা যথেষ্ট নয়। তাই উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানান উত্তর জেলার কদমতলা বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
সেই কারণে প্রকৃত ক্ষতিপূরণ পাওয়ার দাবিতে মানবাধিকার কমিশনে এদিন আসেন ব্যবসায়ীরা। তারা কমিশনের সচিবের কাছে স্মারকলিপি তুলে দেন। মানবাধিকার কমিশন যাতে ন্যায় দেয় সেই আবেদন জানান ক্ষতিগ্রস্তরা।