আগরতলা: আগামী কিছুদিনের মধ্যে শহরবাসীকে মশার উপদ্রবের হাত থেকে মুক্ত করা যাবে। আগরতলা শহরের বিভিন্ন স্থানে উন্নয়ন মূলক কাজ চলছে। ফলে সেখানে জল জমে যাচ্ছে।

এতে করে মশার উপদ্রব বৃদ্ধি পাচ্ছে।বুধবার পুর নিগমের কনফারেন্স হলে এক বৈঠকে একথা বললেন নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি আরও বলেন, মশার উপদ্রব বেড়ে যাওয়ার কারন হচ্ছে নিগম বাসীর অসচেতনতা। মশার উপদ্রব কমানোর জন্য কিছু উদ্যোগ নেওয়া হয়েছে।

শহর এলাকার ড্রেইন গুলিকে পরিষ্কার রাখার জন্য নিগমের সাফাই কর্মীদের সহযোগিতা করার জন্য বাসিন্দাদের কাছে আহ্বান মেয়রের। এদিন পুর নিগমের হয় বৈঠক। এতে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, নিগমের কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব সহ নিগমের কর্পোরেটররা। বৈঠকে নিগম এলাকার উন্নয়ন মূলক কাজ গুলি নিয়ে বিস্তর আলোচনা হয়।

কোথায় কি সমস্যা রয়েছে এবং থাকলে এর সুরাহার বিষয়েও আলোচনা করা হয়। এদিকে এদিন মেয়র জানান কালাপানিয়া খালে বাংলাদেশ বাঁধ নির্মাণ করায় আগরতলা শহরের জমে থাকার জল পরিষ্কার করা যাচ্ছে না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *