আগরতলা: কৃষি মন্ত্রী রতন লাল নাথের উপস্থিতিতে সোমবার প্রথমবারের মত দশ দিনের উন্নত প্রশিক্ষণের জন্য ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট নয়া দিল্লিতে রাজ্যের কৃষকদের ব্যাচ পাঠানো হয়। প্রতিটি ব্যাচে ত্রিপুরার কৃষকদের সংখ্যা রয়েছে কুড়ি। কৃষকদের শুভেচ্ছা জানাতে দিন রেল স্টেশনে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ ।।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন এই প্রশিক্ষণে উন্নত মানের কৃষি কাজ শিখতে পারবে রাজ্যের কৃষকরা। শুধু সেখানে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে না কৃষি কাজের সাথে যুক্ত বিজ্ঞানীদের সাথে তারা কথা বলতে পারবে এবং যারা কৃষি কাজে পারদর্শক তাদের কাছ থেকে শিক্ষা অর্জন করতে পারবে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিভাবে কৃষিকাজ করা যায় তা জানতে পারবে রাজ্যের কৃষকরা এই প্রশিক্ষণের মাধ্যমে।
মন্ত্রী এও বলেন শহর আগরতলায় থেকে রাজ্যের কৃষি এবং কৃষকদের ব্যাপারে কিছুই জানা যায় না । প্রত্যন্ত এলাকায় গেলে দেখা যায় রাজ্যের কৃষকরা কতটা দক্ষ এবং ত্রিপুরায় কি কি কৃষি হচ্ছে। এদিন আগরতলা বাধারঘাট রেলস্টেশনে মন্ত্রীর উপস্থিতিতে রাজ্যের কৃষকদের রওনা করা হয়।।
কৃষিমন্ত্রী ছাড়াও দপ্তরের সচিব অপূর্ব রায় কৃষি অধিকর্তা ডক্টর ফনি ভূষণ জমাতিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।।