আগরতলা।।বাংলাদেশিদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের কড়া নির্দেশিকা থাকা সত্বেও ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ চলছে । প্রায় প্রতিদিনই বাংলাদেশ থেকে রাজ্যে একাধিক ব্যক্তি অবৈধ ভাবে সীমান্ত পার হয়ে ঢুকছে ।
সীমান্তে কড়া সতর্কতার মধ্যেও এই অনুপ্রবেশের ঘটনায় সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফের ভূমিকা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে । শনিবার আবারো গোপন খবরের ভিত্তিতে চার জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে বাঁধারঘাট রেল স্টেশন থেকে। তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে এবং ট্রেনে করে বহিঃরাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা বাঁধারঘাট রেল স্টেশনে আসে বলে খবর। জিআরপি, আর পি এফ ও গোয়েন্দা বিভাগের পুলিশ যৌথ ভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসায় তারা জানায় দিল্লীতে যাওয়ার জন্য এসেছে। রবিবার রেল পুলিশ আটক চার বাংলাদেশিকে আদালতে পাঠায়।
তাদের বিরুদ্ধে পাসফোর্ট আইনে মামলা নেওয়া হয় । দালালের মাধ্যমে তারা এপারে এসেছে বলে খবর। পুলিশ ধৃতদের জিগ্গাসাবাদ করে আরো তথ্য জানতে চাইছে।