আগরতলা: আগরতলা তোলাকোনা গভর্নমেন্ট ডিগ্রী কলেজের একাডেমীক ভবনের উদ্বোধন করলেন বিধায়ক রতন চক্রবর্তী।প্রায় ৮৬ লাখ টাকা ব্যয়ে দ্রুততার সঙ্গে ভবনটি তৈরি করা হয়েছে। শনিবার এই উপলক্ষে কলেজে হয় অনুষ্ঠান।

এদিন কলেজে চত্বরে একই সঙ্গে বরণ করে নেওয়া হয় নবীন বিদ্যার্থীদের। উপস্থিত ছিলেন বিধায়ক ছাড়াও উচ্চশিক্ষা দপ্তর অধিকর্তা অনিমেষ দেববর্মা ,কলেজের অধ্যক্ষ ড: রতন মজুমদার সহ অন্যান্যরা। এদিন অনুষ্ঠান ঘিরে পড়ুয়াদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। বিধায়ক এদিন বলেন, খয়েরপুর বিধানসভা কেন্দ্রে শিক্ষা ক্ষেত্রে বর্তমানে প্রায় ১০০ কোটি টাকার মতো কাজ চলছে।

তিনি আশা করেন আজকের ছাত্র সমাজ দেশকে চিনবে জানবে মানুষকে ভালবাসবে। তারা সুস্বাস্থ্যের, জ্ঞানের অধিকারী হবে। আগামী দিন আজকের ছাত্ররা দায়িত্ব পালন করবে। তাহলেই দেশ সমৃদ্ধ, শক্তিশালী হবে বলে মনে করেন বিধায়ক।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *