ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। পর্বত আরোহনকারী পিয়ালী দেব কে সংবর্ধনা জানানো হয়েছে। আগরতলা প্রেসক্লাবের কনফারেন্স হল-এ আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে অভিযাত্রী পিয়ালী দেবকে বিশেষ ভাবে সংবর্ধিত করা হয়েছে। ‌

ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রুসে ত্রিপুরা থেকে প্রথম আরোহনকারী পিয়ালী দেব, অ্যাডভেঞ্চার জগতে এক নতুন আইকন। উইকেন্ড ডু ইট-এর একজন সদস্যা ত্রিপুরার গর্ব পিয়ালী দেব গত ৩রা আগস্ট, রাশিয়ার সময় ভোর ৬টায় ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রুসে সফলভাবে আরোহন করেছেন। বিশ্বের সেভেন সামিটস-এর অন্যতম এই শৃঙ্গ জয়ের মাধ্যমে তিনি ত্রিপুরার প্রথম নারী হিসেবে এক ঐতিহাসিক রেকর্ড গড়েছেন। ‌

আজ দুপুরে আগরতলা প্রেসক্লাবের কনফারেন্স হল-এ আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে পর্বত আরোহনকারী পিয়ালী দের তাঁর অভিযাত্রার গল্প, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিতভাবে সাংবাদিকদের সঙ্গে শেয়ার করেছেন। এই অনুপ্রেরণামূলক যাত্রায় পূজা দাস, দেবশ্রী দাস দেববর্মা, আম্রপালি দেব সহ অন্যদের নিয়ে গঠিত বিশেষ সংগঠন থেকেও পিয়ালীকে সংবর্ধনা জানানো হয়েছে। আগামী দিনে তাঁর আরও অনেক স্বপ্ন পূরণে এই সংগঠন অনুপ্রাণিত করবে। যার মধ্য দিয়ে সমস্ত প্রতিকূলতা কাটিয়ে পিয়ালী পর্বত আরোহণের মতো বিভিন্ন অভিযানে সাফল্য অর্জন করতে পারবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সংস্থার প্রতিষ্ঠাতা অঙ্কন ভৌমিক এবং রাজ্যের অন্যতম ক্রীড়া সংগঠক তথা বডি বিল্ডারস এন্ড ফিজিক্ অ্যাসোসিয়েশনের সভাপতি তনয় দাস প্রমুখ উপস্থিত ছিলেন। তিনিও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *