ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। বিসিসিআই আয়োজিত ভিজ্জি ট্রফি, বিশ্ববিদ্যালয় স্তরীয় আন্ত:জোন ক্রিকেটে চ্যাম্পিয়ন পশ্চিমাঞ্চল। এম.বি.বি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে দক্ষিণাঞ্চলকে ৫৬ রানে হারিয়ে পশ্চিমাঞ্চল চ্যাম্পিয়ন ট্রফি পেয়েছে।

টুর্নামেন্ট ব্যবস্থাপনায় বেশ প্রশংসা কুড়িয়েছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। সকালে ম্যাচ শুরুতে টস জিতে দক্ষিণাঞ্চল (সাউথ জোন) প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে পশ্চিমাঞ্চল (ওয়েস্ট জোন) নির্ধারিত ৫০ ওভার শেষ হওয়ার ৫ বল বাকি থাকতে সব কটি উইকেট হারিয়ে ২১৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওপেনার ক্রীশ সাহাপুরকরের ৪৯ রান, তন্ময় তেওয়ারির ৫০ রান, যশোয়াল-এর ৩৫ রান এবং মিশ্রর ৩১ রান উল্লেখযোগ্য। দক্ষিণাঞ্চলের রতন তেজা ৪৬ রানে চারটি এবং ভুবনেশ ২৬ রানে দুটি উইকেট তুলে নেয়। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণাঞ্চল ৪৪.৫ ওভার খেলে ১৫৮ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে রতন তেজা সর্বাধিক ৫৫ রান সংগ্রহ করলেও অন্যদের ব্যর্থতায় শেষ রক্ষা করতে পারেনি। অধিনায়ক বিবেক ২৬ রান সংগ্রহ করেছিল। পশ্চিমাঞ্চলের ভগবান সিং ১৮ রানের বিনিময়ে তিনটি উইকেট পেয়েছে। ‌ এছাড়া, দীপক ডাঙ্গী, নীলকান্ত ও এস প্যাটেল প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছে। চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ও উইকেট রক্ষক তন্ময় তেওয়ারি প্লেয়ার অফ দ্যা সিরিজের খেতাব ও প্রাইজ মানি পেয়েছেন। প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব পেয়েছে বিজিত অর্থাৎ রানার্স দলের রতন তেজা। খেলা শেষে মাঠে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিসিসিআই এর প্রতিনিধি পার্থিব প্যাটেল সহ প্রত্যেককে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। ‌ এসোসিয়েশনের সভাপতি তপন লোধ, সহ-সভাপতি উপানন্দ দেববর্মা, কোষাধ্যক্ষ বাসুদেব চক্রবর্তী, উপদেষ্টা বি কে রায় প্রমূখ উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *