ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। রেফারি তাপস দেবনাথের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ কর হয়েছে। রেফারি তাপস দেবনাথ নাকি মানসিক ভাবেও কোন সমস্যাই রয়েছেন। তাই ব্লাড মাউথ বনাম কল্যাণ সমিতির ম্যাচ যেমন খুশি সিদ্ধান্ত নিলেন। লিগের ভাইটাল ম্যাচ বলে কথা। সোমবার কল্যাণ সমিতির ক্লাব গৃহে সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ করলেন কল্যাণ সমিতির ফুটবল টিমের ম্যানেজার তন্ময় ধর।
তন্ময় সাংবাদিকদের স্পষ্ট ভাষায় বললেন, কল্যাণ সমিতি ক্লাব বহু দিনের পুরোনো ক্লাব। এই ক্লাবের একটা ঐতিহ্য রয়েছে। যার ফলে এবছর রাখাল শিল্ডে ফেয়ার প্লে ট্রফির সন্মানও পেয়েছে। এই ক্লাব বহু কষ্ট করে এবার প্রথম ডিভিশনে উঠে দল গঠন করলো। দল গড়তে কষ্ট হয়েছে তাদের। এই দলকে মাঠে ব্লাড মাউথ এর বিরুদ্ধে ইচ্ছে করে হারিয়ে দিয়েছেন রেফারি তাপস দেবনাথ। ন্যায্য পেনাল্টি দেয়া হয়নি কল্যাণ সমিতিকে। একটি নিশ্চিত গোল বাতিল করে দিলেন মানসিকভাবে সমস্যা যুক্ত এই রেফারি তাপস দেবনাথ। অত্যন্ত আফসোসের সঙ্গে তন্ময় মিডিয়ার সামনে বললেন, কল্যাণ সমিতি ক্লাব সব কিছু করলো। তবে রেফারি কি ভাবে ম্যানেজ করা যায়, সেটা করতে পারলো না। তার মানে কি অন্য ক্লাব গুলো রেফারি ম্যানেজ করে ম্যাচ বাজিয়ে চলেছে, এটা জানতে চাওয়া হলে তন্ময় স্পষ্ট জানালেন, এটাও হতে পারে।
এদিকে সেদিন কল্যাণ সমিতি বনাম ব্লাডমাউথের ম্যাচে যে ঘটনাটি ঘটলো, তার নিন্দাও প্রকাশ করলেন ক্লাবের দুইজন গণ্যমান্য ব্যক্তিত্ব। তারা এই ঘটনার জন্য আফসোস প্রকাশ করলেন। এটা নিন্দনীয় কাণ্ড হয়েছে মাঠে। আগামী দিন থেকে যাতে কল্যাণ সমিতির কোনও সমর্থক মাঠে এমন আচরণ না করে তার জন্য ক্লাবের তরফে স্পষ্ট ভাবে নির্দেশ দেয়া হয়েছে বলে জানালেন দুইজন প্রতিনিধি। তন্ময় রেফারি এসোসিয়েশনের সচিব নারায়ণ দে-র ভূমিকা ঘিরেও প্রশ্ন তুললেন। একই সঙ্গে রেফারি সত্যজিৎ দেবরায়ের ফিজিক্যাল ফিটনেস নিয়েও প্রশ্ন তুললেন তন্ময়।
অনেক অনেক ভালো ভালো রেফারি রয়েছে রাজ্য ফুটবল সংস্থার কাছে। তাদের না দিয়ে কেন তাপস, সত্যজিতের মতো রেফারিদের ভাইটাল ম্যাচে পোস্টিং দেয়া হয় এটা নিয়েও প্রশ্ন তুললেন ম্যানেজার তন্ময় ধর।