ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। বরাবরের মতো এবারও প্রীতি ক্রিকেট ম্যাচে মুখোমুখি হলো ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ও জেআরসি শিবির। রোমাঞ্চকর এই ম্যাচে শেষ পর্যন্ত গ্রামীণ ব্যাংকের কাছে পরাজিত হতে হলো জে আর সি দলকে। ব্যাটে বলের লড়াই হলো জমাটি। তবে আখেরে বাজিমাত করে দিলো টিজিবি ।

টস জিতে জেআরসি-র অধিনায়ক অভিষেক দে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নরসিংগড়ের পঞ্চায়েত গ্রাউন্ডে। সুবাদে ব্যাট করেতে নেমে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক দল নির্ধারিত ১৬ ওভারে ৫ উইকেটের বিনিময়ে স্কোর বোর্ডে সংগ্রহ করে ২০৭ রান। ব্যাটে টিজিবি-র হয়ে সুপ্রভ ভৌমিকের অপরাজিত ৬৭ রান, মৃণাল ভট্টাচার্যের ৩৬ রান, জন পল দেববর্মার ৩৫ রান, পার্থপ্রতিম দত্তের ২৫ রান, অধিনায়ক সুকান্ত ভৌমিকের ১৮ রান উল্লেখযোগ্য।

এছাড়া, মিটন দাসের অপরাজিত ১১ রান এবং বিভাস সিংহের ৬ রান উল্লেখ করার মতো। জেআরসি-র বোলার বিশ্বজিৎ দেবনাথ ২৭ রানের বিনিময়ে তিনটি এবং দিব্যেন্দু দে ৩৫ রানে দুটি উইকেট পেয়েছেন। পাল্টা ব্যাট করতে নেমে জেআরসি ৬ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করতেই নির্ধারিত ১৬ ওভার ফুরিয়ে যায়।

দলের পক্ষে সুব্রত দেবনাথের ৫৬ রান, বিশ্বজিৎ দেবনাথের অপরাজিত ৫১ রান, তাপস দেবের ১৩ রান, বাপন দাসের ১২ রান, মিলটন ধরের অপরাজিত ১০ রান উল্লেখযোগ্য। টিজিবি-র সুকান্ত ভৌমিক ২৪ রানে দুইটি এবং জনপল দেববর্মা, মিটন দাস, পার্থ প্রতিম দত্ত ও শুভ্রদীপ ভৌমিক প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছেন।

এছাড়াও টিজিবি-র রাজেশ ভক্ত, শুভ্রাংশু দাস, দেবাংশু লাহিড়ী, নয়ন বণিকের পাশাপাশি জেআরসি-র মনোজিৎ দাস, অভিষেক দেববর্মা, অনির্বাণ দেব, বিষ্ণুপদ বণিক, মেঘধন দেব, অঞ্জন দেব, রাজেশ রায দুর্দান্ত খেলে পুরো ম্যাচটা প্রাণবন্ত করে রেখেছেন। প্লেয়ার অফ দ্যা ম্যাচ এবং সেরা বোলারের পুরস্কার পেয়েছেন জেআরসি-র বিশ্বজিৎ দেবনাথ।

এছাড়া সেরা ফিল্ডার এবং সেরা ব্যাটসম্যানের পুরস্কার পেয়েছেন টিজিবি-র যথাক্রমে রাজেশ ভক্ত ও সুপ্রভ ভৌমিক। অবশেষে রানার্স দল জে আর সি ও চ্যাম্পিয়ন দল ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের হাতে ট্রফি তুলে দিলেন টিজিবি-র চীফ ম্যানেজার (মার্কেটিং ডিভিশন) রাজীব নায়ান।

সঙ্গে ছিলেন টিজিবি-র মার্কেটিং বিষয়ের প্রধান জিৎ ভট্টাচার্য, জে আর সি-র সভাপতি সুপ্রভাত দেবনাথ ও সম্পাদক অভিষেক দে প্রমুখ। ম্যাচ শুরুর আগে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং এবং জেনারেল ম্যানেজার অনুপ কুমার সাহা প্রমূখ দু-দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং শুভেচ্ছা জানান।

দারুন ভাবে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হওয়ায় জেআরসি-র পক্ষ থেকে সম্পাদক অভিষেক দে এবং সভাপতি সুপ্রভাত দেবনাথ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *