ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। মনোজ্ঞ এক অনুষ্ঠানে জাপান থেকে আগত জুডো প্রশিক্ষকদের ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়েছে।

শনিবার, বিকেল চারটায় ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জাপান থেকে আগত দুইজন মহিলা এবং একজন পুরুষ জুডো প্রশিক্ষকদের সংবর্ধিত করা হয়েছে আগরতলাস্থিত অভিজাত হোটেলের মিলনায়তনে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, নর্থইস্ট স্পোর্টস এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি জন এফ খারসিং, মেঘালয় রাজ্য অলিম্পিক এসোসিয়েশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা, উপর অধিকর্তা এবং ক্রীড়া দপ্তরের আধিকারিক বৃন্দ।

রাজ্য ক্রীড়া পরিষদের সচিব সুকান্ত ঘোষ এবং ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের পুষ্পস্তবক এবং ঐতিহ্যবাহী রিশা পরিয়ে বরণ করে নেওয়া হয় । তারপর স্বাগত ভাষণ রাখেন ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের সচিব সুজিত রায়।

রাজ্য মন্ত্রিসভার সদস্য টিংকু রায় ওনার বক্তৃতায় জাপান থেকে আগত জুডো প্রশিক্ষক ইউকো ফুসি, ইউশি ইউনো, তাকেশি কুবোয়া-কে ধন্যবাদ জানানোর পাশাপাশি উদ্যোক্তাদের ভূয়ষী প্রশংসা করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *