ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের ব্যতিক্রমী উদ্যোগ এবং তার বাস্তবায়ন। ক্রীড়ার মানোন্নয়ন ও প্রসারের লক্ষ্যে দারুন উদ্যোগের বাস্তবায়ন ঘটলো বুধবার। ক্রীড়া প্রশিক্ষণ বিষয়ক দুই দিনের ওয়ার্কশপ আগামীকাল সম্পন্ন হচ্ছে।

রাজধানীর এনএসআরসিসি কমপ্লেক্সে আয়োজিত এই দু-দিন ব্যাপী ওয়ার্কশপে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের ৭০ জন কন্ট্রাক্ট ট্রেইনারদের প্রত্যেকে উপস্থিত রয়েছেন। প্রখ্যাত ক্রীড়া ব্যক্তিত্ব বিশেষ করে রাজ্যের প্রথম অর্জুন পুরস্কারপ্রাপ্ত জিমন্যাস্টিক স্পোর্টস মন্টু দেবনাথ, প্রখ্যাত ফুটবল কোচ বিমল কুমার রায় চৌধুরী, পদ্মশ্রী ড. দীপা কর্মকার, ডা: রাজিব দেবনাথ, প্রখ্যাত জুডো কোচ তথা দপ্তরের উপ-অধিকর্তা দেবাশীষ ভট্টাচার্য, ক্রিকেট কোচ বিশ্বজিৎ পাল, সাই-এর প্রাক্তন অ্যাথলেটিকস কোচ তপন ভট্টাচার্য, জিমন্যাস্টিক্স কোচ সোমা নন্দী, অ্যাথলেটিক্স কোচ তথা এসিস্ট্যান্ট প্রফেসর ড. কৃষ্ণেন্দু ধর, অ্যাথলেটিক কোচ তথা দপ্তরের উপাধিকতা বিপ্লব কুমার দত্ত, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের জয়েন্ট সেক্রেটারি স্বপন সাহা, ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের জয়েন্ট সেক্রেটারি তথা স্পোর্টস কাউন্সিলের সদস্য অপু রায় প্রমুখ এই ওয়ার্কশপে আলোচকের ভূমিকায় মূল্যবান বক্তৃতা ও টিপস তুলে ধরেছেন। সঙ্গে তাদের অভিজ্ঞতাও শেয়ার করছেন। বিশেষ করে ট্রেইনারদের প্রশিক্ষণ সংক্রান্ত মেধার আপ-গ্রেডেশনের লক্ষ্যে এই ওয়ার্কশপ অত্যন্ত কার্যকরী ভূমিকা গ্রহণ করবে বলে বিশেষজ্ঞদের অভিমত। বিভিন্ন ইভেন্টে কোচিং প্রদান বিষয়ে এই ওয়ার্কশপ অনেকটা কাজে আসবে। সাড়ম্ভরপূর্ণ এক অনুষ্ঠানে এই কর্মশাল আর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পদ্মশ্রী ড. দীপা কর্মকার, দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, যুগ্ম অধিকর্তা পাইমং মগ, ক্রীড়া পর্ষদের জয়েন্ট সেক্রেটারি স্বপন সাহা প্রমূখ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব সুকান্ত ঘোষ। আগামীকাল ওয়ার্কশপের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের শংসাপত্র প্রদান করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *