ক্রীড়া প্রতিনিধি আগরতলা। দেশের জনজাতি নেতা ভগবান বীরসা মুন্ডার ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে গোটা দেশজুড়ে চলছে এখন জনজাতীয় গৌরব বর্ষ উদযাপন। তারই অঙ্গ হিসেবে রাজ্যে এবার প্রথমবারের মতো সরকারি উদ্যোগে শুরু হল ভগবান বিরসা মুন্ডা ফুটবল টুর্নামেন্ট।
রাজ্যের বিভিন্ন প্রান্তের তপশিলি উপজাতি ছাত্রীদের নিয়ে আয়োজিত আন্ত এসটি হোস্টেল এই ফুটবল টুর্নামেন্টের মূল উদ্যোক্তা রাজ্য সরকারের জনজাতি কল্যাণ দপ্তর। রাজ্যের আটটি জেলা থেকে ছেলে ও মেয়েদের ১৬ টি দল অংশ নেয় এই টুর্নামেন্টে। ফুটবল ইজ গেইম, ড্রাগস আর সেম।
এই স্লোগানকে সামনে রেখে ড্রাগের নেশার বিরুদ্ধে যুবদের মধ্যে সচেতন গড়ে তুলতেই মূলত এই টুর্নামেন্টের আয়োজন। টুর্নামেন্টের ছেলে ও মেয়ে উভয় বিভাগেই চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ প্রাইজ মানি এক লক্ষ টাকা এবং রানার্স দলকে দেওয়া হবে ট্রফি সহ ৭৫ হাজার টাকা। তাছাড়াও প্রতিযোগিতার তৃতীয় স্থানাধিকারী দলকে দেওয়া হবে ট্রফি সহ ৫০ হাজার টাকা পুরস্কার।ফেয়ার প্লে দলকে ট্রফি সহ ২৫ হাজার টাকা দেওয়া হবে।
এছাড়াও প্রতিযোগিতায় সেরা ফুটবলার কে ট্রফি ও দশ হাজার টাকা, সর্বাধিক গোলদাতা ও সেরা গোলকিপারকে ট্রফি সহ ১০ হাজার টাকা দেওয়া হবে। বুধবার দুপুরে আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের খাদ্য পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়াও ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধায়িকা মিনারানী সরকার, জনজাতি কল্যাণ দপ্তরের সচিব ব্রিজেস পান্ডে সহ আরো অনেকে।
এদিন টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে উদ্বোধন সুশান্ত চৌধুরী বলেন, জনজাতি কল্যাণ দপ্তর যে উদ্যোগ গ্রহণ করেছে তা সত্যিই মহতী। নেশা থেকে যুব সমাজকে রক্ষা করতে জনজাতি কল্যাণ দপ্তর প্রতিনিয়ত নানা উদ্যোগ গ্রহণ করে চলেছে।
ভগবান বিরসা মুন্ডা জনজাতি সমাজকে একত্রিত করতে যে লড়াই স্বাধীনতা আন্দোলনের সময় করে গেছেন তার জন্য আজকের জনজাতি সমাজ তাকে ভগবান হিসেবে পূজা করেন। প্রধানমন্ত্রী ও তাকে ভগবান হিসেবে পূজা করে থাকেন।