আগরতলা: বিশ্ব চিন্তা দিবসে রাজ্যেও বিভিন্ন কর্মসূচী নেওয়া হয়েছে।শনিবার রাজ্য ভিত্তিক বিশ্ব চিন্তা দিবস অনুষ্ঠিত হয় রাজধানীর বাধারঘাটস্থিত রাইমা সুইমিং পুল সেন্টারে। ছাত্র-ছাত্রীদের নিয়ে মূলত এই অনুষ্ঠান হয়। তাদের অধিকার সম্পর্কে অনুষ্ঠানে আলোচনা করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী টিংকু রায়।
মন্ত্রী এদিন জানান রাজ্যে স্কাউটস এন্ড গাইডস ৩৬ বছর ধরে ক্রীড়া দপ্তরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। বর্তমানে এই সংস্থার বাজেট বৃদ্ধি করে ১২ লক্ষ টাকা থেকে ৩২ লক্ষ টাকা করা হয়েছে। এই সংস্থা রাজ্যের ৫৬ টি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পরিষেবা দিয়ে চলেছে।
আগামী দিনে যেন রাজ্যের সব গুলি বিদ্যালয়ে এই সংস্থা পরিষেবা দিতে পারে এবং ছাত্র-ছাত্রীদের নেশা থেকে দূরে রেখে নেশা মুক্ত ত্রিপুরা গড়ে তুলতে পারে তার জন্য চেষ্টা করছে বলে জানান মন্ত্রী টিঙ্কু রায়।
এইদিন এক রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। এদিন রক্তদাতাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।