ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। অন্যান্য বছরের এ বছরেও মিনিস্টার কাপ ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজন করতে চলেছে ১০ মজলিশপুর বিধানসভা কেন্দ্রের যুব মোর্চার সদস্যরা । এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় প্রতি বছরই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়ে থাকে।
যার অঙ্গ হিসেবে এবারে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মিনিস্টার কাপ ক্রিকেট টুর্নামেন্ট। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এই টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন মজলিশপুর যুব মোর্চার সভাপতি শিবায়ন দাস। তিনি জানান ১২ দিনব্যাপী এই টুর্নামেন্টের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে রাতে ফ্লাড লাইটে। তবে এবছর প্রথমবার ইলেভেন এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট হতে চলেছে । অন্যান্য বছর যেখানে সিক্স এ সাইড টুর্নামেন্ট হতো, সেখানে এবারে তা হচ্ছে ফুল সাইড।
এই বিশেষ টুর্নামেন্ট নিয়ে জিরানিয়াবাসীর মধ্যে সবসময়ই অত্যধিক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করে। আগামী ১০ ফেব্রুয়ারি এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী। একই সাথে থাকবেন যুব মোর্চা সহ ১০ মজলিশপুর মন্ডল কমিটির নেতৃবৃন্দ।